২৯/০২/২০২০, সময় – বিকাল – ৫-৪০ মিনিট


অশনি  সংকেত  !


পাহাড় কাটা যাবে না
নদী ভরাট হবে না
বন-জঙ্গল উজাড়
প্রকৃতি মা হয় বেজাড়
ফসলি জমি নষ্ট
খাদ্যাভাবে হবে কষ্ট
পশুপাখি, জীব-জন্তু  নিধন
অখুশী হয় ধরাধাম ।


গাছপালা, সবু্জ-শ্যামলের সমাপ্তি
উষ্ণতার হবে ব্যাপ্তি
পোনামাছ মারবি
মাছের আকালে পড়বি
পানি, বায়ু দূষণ
মৃত্যুকে করে অন্বেষণ
বেশী বেশী শব্দ  দূষণ
মস্তিষ্কের ঘটে শোষণ
অতিরিক্ত  মাদক সেবন
মৃত্যুকে করে আলিঙ্গন ।


আমানত করে খেয়ানত
হারায় দু’জাহানের নেয়ামত
খায় বেশী বেশী ঘুষ
রোগ-ব্যাধিতে থাকে না হুশ
পরের হক করে নষ্ট
সংসারে হয় অনিষ্ট
নির্বিচারে করে জুলুম
আপনার শান্তি  হারায় বেমালুম  ।


জুলুম করে যে
জালিম হয় সে
যত পাই তত চাই (অবৈধ )
জীবনে তার শান্তি  নাই
সজ্ঞানে  পদে পদে
মানুষকে দেয় কষ্ট
মরণের  বেলায় অতিশয়
পাবে  সে  কষ্ট  ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহা