তারিখ ঃ – ২৮-১২-২০২১ ইং , সময় – সন্ধ্যা – ৬-১৫ মিনিট ।


অসুন্দর  বটে  -০২ ?  


স্বভাব দানবের
ক্ষতি মানবের
অকাজের ভাবনা-চিন্তা
সামাজিক দুশ্চিন্তা
খুন-খারাবি , রাহাজানি
মারামারি হানাহানি
দ্বন্দ্ব  ,  ঝগড়া-বিবাদ
বাঁধায় কলহ-ফ্যাসাদ
পরস্পরকে অবিশ্বাস
সন্দেহে নাভিশ্বাস  ।।


আত্মীয়তার বন্ধন ছিন্ন
অসহযোগীতায় পরিপূর্ণ
মনোবৃত্তিতে প্রতিহিংসা
মারমুখো জিঘাংসা
সংকীর্ণ মনোভাব
খাটায়  আপন প্রভাব
অন্যায় কে প্রশ্রয়
দুর্জন কে আশ্রয়
পরিবেশ দুষণে সহযোগী
জনহিতকর কাজে অমনোযোগী ।


ন্যায় বিচার করে না
মূল্যবোধ মানে না
অধিকার দেয় না
সুষম বণ্টন চায় না
নিজের টা ষোল আনা
পরের মর্ম নেই জানা
আপনার লাভে
দেশকে করে কানা
সে খাবে দুধে ভাতে , মহাসুখে
দশ জনের বাজুক বারোটা  ।।


মানুষের এমন স্বভাব
আচার আচরণ
কর্ম কাণ্ডের জীবন
শত ভাগ অসুন্দর
তাতে নেই কারো কল্যাণ
ভরপুর অশান্তি আর অকল্যাণ ।


শরীফ নবাব হোসেন ।