তারিখ ঃ – ২৮-১২-২০১ , সময়- সকাল – ৯-৩০ মিনিট ।


অসুন্দর  বটে ?  
  
মিথ্যা বলা
উশৃঙ্খল চলা
অশালীন আচরণ
অজায়গায় বিচরণ
অধিক খাওয়া
প্রচুর চাওয়া
অবৈধ সুযোগ দেয়া-নেয়া
উৎকোচ নেয়া
বলা বেশী কথা
মনে দেয়া ব্যথা ।


পরের করা ক্ষতি
থাকে না গতি
অন্যের দুঃখ-কষ্টে হাসা
মন্দ কাজে ভাসা
মানুষকে উপহাস
বিবেকের বিনাশ
বেপরোয়া জীবন
ঘটে অনায়াসে মরণ
মনুষ্যত্ব বিসর্জন
অসৎ পন্থায় অর্জন ।


মাথায় দেয়া বারি
লোভ-লালসা ভারী
পরের সমালোচনা
অর্থহীন আলোচনা
ব্যয়ে বেহিসেবী
অপরাধে সাহসী
মনোভাবে লুণ্ঠন
কু প্রবৃত্তির লণ্ঠন
দুশ্চিন্তায় বিভোর
না মানা সবুর ।


কাজে কর্মে  অধৈর্য
চলাফেরা কদর্য
পাছে পাছে ঘুরা
তোযামোদীতে সেরা
কৃত্রিম আকর্ষণ
যথার্থের বিকর্ষণ
অন্যায়ের ধ্বজাধারী
বদ অভ্যাসের কারবারি
দেয়া অপবাদ
অধর্মের মননে সয়লাভ ।


অলসতায় সময় পার
ক্ষতি হয় সবার
ছেলেমেয়ে বকাটে
হাত দেয়া পকেটে
চরিত্রে নোংরামি
কারো সাথে ভণ্ডামি
স্বভাবে স্বার্থপর
চিনে না আপন পর
ক্ষমতার দাপট
দেশের সম্পদ লোপাট ।।


মানুষ হিসেবে
এসব আচরণ ও চর্চা
অসুন্দর বটে
সমর্থন যোগ্য নয় কোনমতে ।


শরীফ নবাব  হোসেন ।