১৬/০১/২০২০, সন্ধ্যা – ৬-১০ মিনিট


অভ্যাস


শৈশব থেকেই চাই
চর্চা  ভালো অভ্যাস  
পাবে না  ধন-সম্পদ
বিদ্যা বুদ্ধি  হ্রাস ।
ভালো অভ্যাসের গুণে
মানুষ  পায় শান্তি
বদ অভ্যাসের কারণে
নেমে আসে অশান্তি ।
  
সকালে ঘুম থেকে উঠা
হাঁটাহাঁটি  করা
তারপর সঠিক প্রস্তুতি নিয়ে
কাজ-কর্ম  ধরা ।
গুছিয়ে নিত্য-কাজ কর
তাতে হয় পরিপাটি
অবহেলা করলে কিছু
জীবন হয় মাটি ।


ছাত্ররা পড়ার সময় পড়া
সময়মত দরকার খেলাধূলা
থাকবে ঠিক দেহ ও মন
খেতে যাবে না কখনো অবেলা ।
দিনের কাজ দিনে সারা
আপনাকে দিবে নাড়া
হবে না জগাখিচুরি
জীবনটা হবে নজর কাড়া ।
চলার পথে সদব্যবহার
যদি পার করো উপকার
অন্যের ক্ষতির চিন্তা  না করে
নিজের চেষ্টা  কর বারবার ।


যখন পার লাগাও গাছ
পাবে ফুল, ফল, কাঠ ও ছায়া
সংসারে অভাব থাকবে না
খোঁজে পাবে মাটির মায়া ।
অলসভাবে কাটাবে না সময়
থাকবে ডুবে কাজে
দুচিন্তা  দূর হবে
মাথা উঁচু হবে সমাজের মাঝে ।


মা-বাবা, পরিবার পরিজন  
করবে না কভূ অবহেলা
আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী নিয়ে
মিলেমিশে গড়বে শান্তির মেলা ।
সুঅভ্যাস, সুন্দর কাজ
সদ-স্বভাব, সদ মেজাজ
সবাই থাকে খোশ মেজাজ
গঠন হয় সুস্থ  সমাজ ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী