১১/০২/২০২০, সময় – বেলা – ১১-০০টা


পার্থিব  লোভ  !


নরপশুরা সম্পদের লোভে  মানুষ করে খুন
হারাম করে নিজের শান্তির  ঘুম ।
অর্থের জন্য অবিরত দেয় পরের মাথায় বারি
বিধাতা  অসন্তোষে  ওর সুখ নেয় কাড়ি  !
স্ত্রী-পুত্র, সন্তানের তরে সম্পদের পাহাড় গড়ে
বৃদ্ধ  বয়সে ওরাই তারে ঘরছাড়া করে ।
যাদের জন্য গড়ে প্রচুর টাকা-পয়সা
রোগে-শোকে শক্তিহীন হলে তারাই করে তামাশা ।


অবৈধ সম্পদ একসময়  করতে পারে না ভোগ
সৃষ্টিকর্তার ইশারায় ধ্বংস হয় আপনার সুখ ।
সারা জীবন সে খেয়ে থাকে অবলীলায় ঘুষ
পড়ন্ত  বয়সে রোগ-রোগব্যাধিতে থাকে না তার হুশ ।


অঢেল অর্থ  অর্জনে  গিয়ে করে বহু মানুষের ক্ষতি
অভিশাপে টালমাতাল হয়ে নিজের থাকে না গতি ।
টাকা টাকা করে শুধু জীবন করে নষ্ট
অন্যদের দেয় কষ্ট, নিজেও ভোগে  অসীম কষ্ট  ।


যখন সময় চলে যায়, হয় অসহায়
করার থাকে না কোন উপায়, করে আফসোস
সংসার, লোভ-লালসা, অর্থ-সম্পদ, আপনজন
ও  ফেলে আসা দিনগুলোর উপর হয়ে থাকে নাখোশ ।  
মত্যুর সময় ঘনিয়ে আসলে মানব  হয় চরম অসহায়
সহায়-সম্বল, দাপট-ছোপট, কিছুই দিতে পারে না সহায় ।
পরিশেষে, ফেলে চলে যেতে হয় সব  কিছু
পূণ্য যা কিছু করে থাকে তা যায় পিছু পিছু !


শরীফ নবাব হোসেন