তারিখ : -  ০৯/০৭/২০২৩  ইং |


পার্থিব   জীবনে   কর্মফল  ঃ
রচনা  কাল  -  ০৭-০৭-২০২৩  ইং  ।


শরীফ  নবাব  হোসেন  ।


আমরা কখনো দেখি না
বা দেখতে পায় না
বেহেস্ত বা দোযক কেমন
কোথায় আছে ,
স্বর্গ কী , নরক কী
পরকালে কি হবে  ,
হাশর কেয়ামত –
কোথায় হবে , কখন হবে
কেমন হবে  !
শেষ বিচারের দিন
কেমন বিচার হবে  
আমরা কেমন বিচার পাবো
কিছুই এখন জানি না  ? ?


কিন্তু , এগুলো আমরা চোখে না দেখলেও
বাস্তব পৃথিবীর আঙিনায়
পার্থিব জীবন জগতে -
মানুষ যে রূপ কাজকর্ম করে
পাপ পুণ্য করে
করে যেমন জীবন যাপন
সৎ বা অসৎ পথে চলে
মানুষের মঙ্গল করে বা অমঙ্গল করে
সরল সঠিক মসৃণ পথে
জীবন কাটায় অথবা
অসুন্দর অবৈধ কুৎসিত পথের
হয় অবলীলায় নিরন্তর যাত্রী ;
এসবের কর্মফলও
জীবনে সেভাবে ই ঘটে থাকে  ।


যাই হোক -
এ ধরার ধরণীতে
সে এ মানব
যেমন কাটায় দিন
যেমনি করে জীবন যাপন
যে ভাবে তার পথ চালায় ;
ঠিক , ঠিক তেমনি ভাবে
কর্ম ফল ভোগ করে থাকে  !
এর ব্যতিক্রম তেমন
বেশী একটা ঘটে না  । ।


জীবন চলার পথে -----------
এর থেকে আমাদের
অবশ্যই শিক্ষা নেয়া উচিত  
শিক্ষা নিতে হবে ,
আত্ম সমালোচনা করে  আত্মশুদ্ধিতে -
নিজ নিজ ক্রিয়া কলাপের
সংশোধন করা অতীব জরুরী ।


শরীফ  নবাব  হোসেন  ।