৩০/০৭/২০১৯


(জেবল এ কাবা )


পবিত্র হারাম শরীফের সাম্যতা


এক আজান, এক একামদ
একই ইমাম, একসাথে নামাজ
নামাজী আছে লাখে লাখে
দিল খুলে খোদাকে ডাকে ।
কাঁধে কাঁধ, কাতারে কাতার
শত দেশের মুসল্লির এক জামাত,
যার যেখানে জায়গা মিলে
সে সেখানে দাঁড়িয়ে যায়,
স্বাধীনভাবে ইবাদত করে
কারো কোনরুপ বাঁধা নেই ।


এক রব এক কোরআন
মনে-প্রাণে একিই ধ্যান
তাকওয়া অর্জনই আসল লক্ষ্য
জাগতিক কাজ-কর্ম হয়েছে  পরিত্যাজ্য
মানুষ মানুষকে দেয় সম্মান
হাজীদের মান চির অম্লান ।


বিশাল হারামে নারী-পুরুষ এক সমান
বিচরণে সম অধিকার মর্যদার অবস্থান,
এঁরা হয়েছেন আল্লাহর মেহমান
মানে সবাই হাদীস-কোরআন ।
হারাম  বিলায়  সুপেয় যমযম
প্রশান্ত হয় দেহ-মন ।


হারাম বিন্যন্ত বিস্তৃত  সুবিশাল
সদা সবার জন্য উন্মুক্ত
এখানে বিশ্ব মুসলিমের সন্মিলন
ভাইয়ে ভাইয়ে হয়েছে মিলন ।


খোদার সন্তুষ্টিই সবার চাওয়া
প্রত্যাশাই গুণাহ মাফ পাওয়া
দুনিয়ার মোহ ছেড়ে এসেছে
মহান দরবারে হৃদয় ভেসেছে ।
হারাম থাকবে আজীবন উজ্জীবিত
কোটি মুমিনের পদচারণায় মুখরিত
পবিত্র হারামকে দিয়ে যাই কোটি  সালাম
মুমিনের ঠিকানা এ বেহেস্তের বাগান ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি ।