তারিখ ঃ – ১০-০৫-২০২২ ইং , সময় ঃ বিকাল – ৫-২৫ মিনিট ।


পঁচিশে   বৈশাখ  ঃ  বিশ্ব  সাহিত্যের  প্রেরণা !
( বিশ্ব কবি তারার রবির জন্ম দিনে প্রাণের শ্রদ্ধাঞ্জলী )


পঁচিশে বৈশাখ – বিশ্ব কবি গুরুর জন্ম দিন  
সাহিত্যের কুঞ্জে ফুটেছে ফুলের রাজা রঙীন
ছড়িয়েছেন সারা বিশ্ব হিরন্ময় চেতনার সুরভি
প্রেমের মাতাল হাওয়া বয়ে গেছে পূরবী !


গান , ছড়া , কবিতা , গল্প-ছোট গল্প , উপন্যাস , নাটক
রসাস্সাধন করছে নিত্য , ধরার শত কোটি পাঠক      
শিল্পের নব জাগরণে বাংলাকে পরিয়েছেন রাজমুকুট
অনন্য সুরম্য সৃষ্টিতে বিস্ময়ে পুলকিত মেদিনীর মানুষ ।


কবি গুরু সাহিত্যের সুবর্ণ ভাণ্ডারকে করেছেন অতুল সমৃদ্ধ
বাংলা বর্ণমালাকে ভালোবাসায় প্রতিটি হৃদে করেছেন আবদ্ধ
রবী ঠাকুর শিখিয়েছে- কবিতায় প্রেম
গানে গেঁথেছেন ললিত সুমধুর প্রাণ !


রবি ঠাকুর বাংলা সাহিত্যের চির রূপ-রসের সাগর  
যাদুর তুলিতে সাজিয়েছেন বাংলা ভাষার বর্ণিল আসর
কবি রবির কাব্যিক রবি জ্যোতির্ময় করেছে মানব হৃদয়
বাংলার গগনে উদিত হয়েছে সোনালী দীপ্তির অরুণোদয়
প্রিয় কবি ও তাঁর সুকুমার সৃষ্টির সত্তায় অন্তরের শ্রদ্ধাঞ্জলী
বিশ্ব কবির রচনা বাঙালীর মানসে আজীবন সাজানো প্রসূ্নের ঢালী  ! !


শরীফ নবাব হোসেন ।