তারিখ ঃ - 27/01/2023 ইং ।


পণ্য   বনাম  মানুষের  দাম  ! !



জিনিসের দাম বাড়ে ----------
কেহ হাসে
কেহ কাঁদে
কেহ লাফায়
কেহ হাফায়
কেউ খুশি
কেউ বেজার
কারো মনে প্রশান্তি
কারো মনে অশান্তি  ! !


দ্রব্যের দাম যতই বাড়ছে
মানুষের দাম ততই কমছে
কারণ , সামগ্রীর দিকে সবার নজর
কে বা করে মানবের কদর
হচ্ছে জিনিসের মজুত
ক্রেতার হচ্ছে বে-জুইত  ( অসুবিধা )
পণ্যের মূল্য যতই বাড়ে
মোদের রিজিক ততই কমে ।।


অর্ঘ যখন বাড়ে
অনেক খাবার খাওয়া কমে
ইচ্ছে হয় খেতে
দাম দেখে পিছু হটে
কিনতে গিয়ে হয় না কেনা
ঘুরে ঘুরে দাম টাই জানা
স্বাদ টা আর হয় না নেয়া
অতৃপ্তিতে ই রয়ে যায়--------
রসনার বাসনা  ? ?


শরীফ নবাব হোসেন ।