তারিখ ঃ – ১২/০৪/২০২১ ইং , সময় – রাত – ৯-৪৮ মিনিট ।


পথের দেখা
গাঁথা মালা ।।


চলতে পথে হলো দেখা
লাগলো সেথায় চোখের নেশা
বলতে  চায় আবেগের কথা
জাগলো প্রাণে অফুরান ভালোবাসার তৃষা ।


সুজন সরণি তে মজে অধীর অপেক্ষায়
জড়াবে কবে প্রেয়সীর কায়ার ছায়ায়
অন্তর যে বিগলিত তার ঐ মায়ায়
উষ্ণ স্পর্শে   অধরে চুম্বনে মাখবো হিয়ায় !
  
এমনি করেই প্রেম হলো হিমালয়ের সম ঘন
দর্শনে ই শিহরণ জাগে দু’জনার তনু মন
কামনার পরশ খুঁজে নিবিড় আলিঙ্গন
বসন্তের কুসুমে ভরা মায়াবী অঙ্গন ।।


প্রিয়ার নীল আঁখির সমুদ্দুরে ভাসিয়েছি
প্রেমাকাঙ্ক্ষার স্বপ্নিল প্রমোদ তরী
অপেক্ষার প্রহরে ক্ষণিক বিলম্বিত আগমনে
চিত্তপটে বাজে বিরহের সুর লহরী ।


  মিশেছে  একাকার প্রাণ-মন দু’জনে দু’জনার
নদী ছুটে চলে যেমন  সাগরের মোহনায়
হৃদয়ে বইবে একদিন বৈশাখী  ঝড়
দুই কপোত-কপোতী সাজবে তখন কনে ও বর ।

শরীফ নবাব  হোসেন ।