পৌষের  সকাল


চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা
সামনের জায়গাটাও দেখা যাচ্ছে না
মনে হচ্ছে সামনে পুরো দিগন্তই সমুদ্র
তার বুকে শ্বেত শুভ্র কুয়াশার
কুন্ডলী পাঁকানো বিরাটকায় শ্বেত হস্তী ।


নদীর দৃশ্য আরোও মনোরম রুপবতী
তার বুকে কুয়াশার সাদা মেঘের ভাসমান ভেলা ।
গাছের ডাল-পাতাগুলো ঝিম্ ধরে আছে
টিপ টিপ টুপ টুপ কুয়াশা ঝরছে পাতায়
কবি কবিতা লিখছেন কেঁপে কেঁপে খাতায়
যেন হিমালায়ের হিম শীতল বরফ গলা ঠান্ডা
মাটি, ঘাস,গাছের ডাল পাতা সবিই ভেজা
ভেজা ভেজা প্রকৃতি গা শির শির করে ।


মু্রগী ও হাঁসেরা দুটো ডানার ভেতর
বাচ্চাগুলোকে ঢুকিয়ে গরম রাখার জন্য ওম দেয়
ঠান্ডায় পাখিরা গাছের ডালে ঝোঁপের ভিতর
জুবুথুবু জড়সড় হয়ে বসে আছে
মানুষ গুলো কনকনে শীতে কুজো হয়ে আছে
মাঝে মাঝে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে
হাত-পা চাদরের বের করলেই প্রচন্ড  ঠান্ডায় কামড় দেয়
এভাবে শীতে পৌষের সকালে সাড়া প্রকৃতি
শান্ত, স্থবির,কোমল,জড়সড়, হিম-শীতল হয়ে আছে ।


শরীফ নবাব হোসেন