তারিখ ঃ – ১৬-০৬-২০২২ ইং ,  সময় ঃ   সকাল – ১১-১০ মিনিট ।


প্রকৃতির   স্মৃতির   বাহক  !


মূর্তিমান্‌ থাকবে আগের মতো
সে-ই  পথ সে–ই ঘাট
বাড়ির দু’পাশে দু’টি স্রোতস্বিনী
শাপলা তুলেছি , স্নান করেছি সেই পুকুর
ঐ মসজিদ , স্কুল , কলেজ , ও তাদের মাঠ
আমাদের পুরনো হাট-বাজার
যেখানে কাটিয়েছি শৈশব থেকে একাল
তারা , অজানা কাল ধরে বহন করবে স্মৃতি ।


আমার ব্যবহারের ক্ষুদ্র জিনিস গুলো
হয়ত থাকবে পড়ে
যত্রতত্র অবহেলা , অযত্নে কিছুদিন
টেবিলে ধুলোবালি জমা ছড়িয়ে ছিটিয়ে রইবে
বই , খাতা-পত্র , কবিতার মূল্যহীন পাণ্ডুলিপি
দাঁড়িয়ে থাকবে বসাবসের ঘরবাড়ি , উঠোন ।
জীব-জড় মিলে কিছু জেগে রবে বহুকাল
আবার কারোর স্থায়িত্ব হয় স্বল্প কাল ।



থাকবো না শুধু আমি
চলে যেতে হবে চিরতরে
মনে পড়লে গা উঠে শিহরে
অন্ধকার নেমে আসে সারা জাহানে
কিছুই করার নেই সাধ্য
নিয়তি করেছে তা নির্মম বাধ্য  ! !  



ব্যোম ,  নদী-সাগর , মাটি-মহীধর  
এরা থাকবে অটুট চিরঞ্জীব
হয়ে মহাকালের মহা জ্ঞাতা
আমার ঠাঁই কার বুকে তারাই জানবে
কিন্তু , জীবের জীবন হবে অবসান
কেহ পারবে না বাঁচতে আবহমান
আমরা মানুষ জাতি নশ্বর
আমাদের কিছুই নহে অবিনশ্বর  ! !


  
এভাবে -----------
আমাদের পূর্ব পুরুষরাও নিয়েছে বিদায়
আমরাও একদিন যাবো মাটিতে মিশে
পরবর্তী প্রজন্মদেরও যেতে হবে ভূতল ছেড়ে
শুধু প্রকৃতির চমৎকার কিছু রম্য উপাদান
রয়ে যাবে ধরায় কালের সাক্ষী হয়ে
আমার / আমাদের স্মৃতি চিহ্ন করে বহন ।।


শরীফ নবাব হোসেন  ।