২২/০১/২০২০, বেলা – ১১-৫০ মিনিট


প্রাকৃতিক  ও  কৃত্রিম


গাভীর  দুধের মান
হবে না কখনো গুড়ে দুধ সমান  
বাজারের প্যাকেট দুধ
হবে না মান মায়ের দুধ
মায়ের আদর
এর তুলনা নাই ধরণীর কোন মমতা ও আদর  
গাছপালার বাতাস
এর কাছেও নয় এসি ও পাখার বাতাস
পুকু্র, দিঘীতে  সাঁতার
এক নয় বদ্ধঘরে সুই্মিং পু্লে সাঁতার
চাঁদের আলো
তার মতো নয় স্নিগ্ধ লক্ষ বাতির আলো ।


ক্ষেতের ফসল ও বাগানের ফল
এটার ধারে কাছেও নয় ফাস্টফুডের বল
মেটো পথে দুর্বা ঘাসে হাঁটা
হার মানায় সবুজ  গালিচায় পা চাঁটা  
কাননে কাননে ফুলের ঘ্রাণ  
কসমেটিক ও পারফিউমকে করে দেয় ম্লান
ঘরে হাতে বানানো পিঠাপু্লি
তার মতো নয় বাজারের হরেক রকম খাবার গুলি ।


গাঁয়ের খেজুর গাছের রস
গুণে, মানে, তৃপ্তিতে সমান নয় কোন কৃত্রিম জুসের বস  
উত্তম বৃষ্টি  ও ঝর্ণা  ধারার জল
হাজারো ভেজালে মিনারেল ওয়াটার করে টলমল
ঘাস, গাছ-পাতা, ও ফসলের সবু্জ রং
মেশিনে  বানানো জিনিসের রং করে যেন ঢং
নদী  ও  সাগরে  অনাবিল আনন্দে নৌ- ভ্রমন
কৃত্রিম হ্রদে ভ্রমনে ভরে না অন্তর-মন
শিশু  ও  মায়ের হাসি শ্রেষ্ঠতম
ভূবনের সকল হাসির চেয়ে পূত, পবিত্র, নির্ভেজাল ও উত্তম ।


এভাবে মহান সৃষ্টিকর্তার  হাতে গড়া
প্রকৃতির যত সব দান ও অবদান
জুড়ায় অনাদি-অনন্ত  কাল
মানুষের দেহ ও মন
মানুষের তৈরী পণ্য-সামগ্রীতে  ভরপু্র
তুষ্ট নয়, সতেজ নয়, প্রাণবন্ত নয় কভূ ধরাধাম !


শরীফ নবাব  হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।