১১/০১/২০২০, দুপু্র – ১২-০০ টা


প্রকৃতির   মাঝে


নদীতে নৌকা ভাসে
আকাশে তারারা হাসে
দীঘিতে হাঁস  ভাসে
পূ্র্ণিমার চাঁদ হাসে
পুকুরে শাপলা ফুটে
ভোরে রাঙা সূর্য উঠে
ঝিরঝির বাতাস বহে
দেহ জুড়ায় শান্তি সু্খে ।



দুর্বাঘাসে শিশির পরে
মুক্তার মতো ঝলমল করে
হেমন্তে পাকা ধানের ছড়া
মাঠে দোলে
আনন্দে কৃষকের
বুকটা ফুলে  ।


বসন্তে ফুল ফুটে
মৌমাছিরা মধু লু্টে
জ্যৈষ্ঠ  মাসে ফল পাকে
ঘ্রাণ আসে গাছে গাছে
মুয়াজজিনে আজান হাঁকে
ভোরে পাখিরা ডাকে ।


নদীতে জোয়ার আসে
মাছেরা সব ভেসে আসে
ফসলের সবু্জ মাঠ
নৌকা ভিড়ে নদীর ঘাট
হলুদ রঙের সরিষা ফুল
প্রেয়সীর মনে খায় দোল ।


শিশু যখন কথা কয়
হৃদয়টা পুলকিত হয়
পৃথিবীর শ্রেষ্ঠ কদর
মায়ের ঐ স্নেহ আদর । ।  



শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।