তারিখ  : -  ০১-০৬-২০২৩  ইং ।

প্রাণের   হিল্লোল ------------
রচনা কাল  : - ১২/১১/২০২২  ইং ।

শরীফ   নবাব   হোসেন ।

আমার কল্লোল
প্রাণের হিল্লোল
বসন্তের বাগান
হৃদয় রাঙান ।

তোমার চিরঞ্জীব প্রেম
দক্ষিণা বাতাস
হেমন্তের নীল আকাশ
আনন্দ অনুভূতির প্রকাশ  ।

সাগরের জোয়ার
শান্ত-স্নিগ্ধ মায়ার পাহাড়
মধুর স্পর্শে তোমার
উচ্ছ্বাসের সমাহার  ! !

তুমি -----------------
ভালোবাসার অবিনাশী অনুরাগ
তাজা ফুলের সুবাস
ক্লান্তির অবকাশ
কায়া-হিয়ার সুখের নির্যাস । ।

তুমি -----------------
পথ চলার অনুপ্রেরণা
জীবনের জয়ন্তীকা
সাহসের সবুজ পতাকা
অনিমেষ বিভার বার্তা  ! !

শরীফ  নবাব  হোসেন ।