তারিখ ঃ – ১২-০৩-২০২২ ইং , সময় – রাত – ৯-০০ টা ।


প্রাণের   মাঝে  আয়
জীবনের  গান  গায় ।।
( পুনর্মিলন চবি – ১৮ তম ব্যাচ  )


উদিত হয়েছে নূতন সোনালী দিনপতি
শাখীর শাখায় কচি সবুজ পত্র-পল্লব
বিটপী র অঙ্গে রাঙা শিমুল আর কৃষ্ণচূড়া
ফাল্গুন রাঙিয়েছে নব যৌবনে ধরা
এমনি মধুর দিনে আমাদেরই অন্তরাত্মা র মিলন
কাপ্তাই গিরিরাজ-লেকের নৈসর্গিক লাবণ্যে চিত্তের স্পন্দন ।


পাল তুলেছি হৃদ সাগরে ভালোবাসার
আমরা সবাই সবার
কাউকে করবো না পর
মৈত্রী র ভুবন রচিব স্বর্গের উপর ।
  
আমরা  নিরন্তর আমাদের
সম্মিলন স্বার্থ হীন বন্ধুত্বের
সময় বয়ে যায়
বন্ধুতা নাহি হারায়
কে কোথায় , আছি ছিলাম
হৃদয়ের টানে একত্রিত হলাম
কারো মাঝে নেই লেশমাত্র
সংকোচ , দ্বন্দ্ব , বিভেদ , অহমিকা
বন্ধুরা গাঁথা একে অপরের তরে
এটাই পুনর্মিলনের শিক্ষা ও আন্তরিকতা ।।


গল্প , আড্ডা , খোঁজ-খবর , বিনিময় হৃদ্যতা , খাওয়া-দাওয়া
আনন্দের উচ্ছ্বাসে হৃদয় থেকে পাওয়া
আমাদের অকৃত্রিম বন্ধন , রাখবো চিরন্তন
ছড়াব বসুমাতায় রবির শুভ্র কিরণ
কিছু মিশ্র আশা , প্রেম-প্রীতিতে ভাসা
সম্প্রীতির মোহনায় জীবনের ভেলায় হাসা
আমরা গড়েছি নিবিড় পরস্পর বন্ধুত্বের সিঁড়ি
ছিন্ন হবে না কখনো একাত্মায় বাঁচি মরি
বন্ধুরা ! কোথাও আর যেও না হারিয়ে
ভালোবাসা ব্যতীত- কি দিয়ে রাখবো জড়িয়ে  ? ?


শরীফ নবাব  হোসেন ।