তারিখ ঃ – ০৯-০৮-২০২১ ইং , সময় – বিকাল – ৫-৩০ মিনিট ।


প্রাণটা  ছিল  যখন  ?


সব ছিলো
এখন নেই কিছুই
নিঃশ্বাস নেই
তামাম ক্ষমতা শূন্য
দেহে প্রাণটা ছিল
ছিল ধরা আপন
শরীর নিস্তেজ
তার প্রয়োজন শেষ !


আত্মীয়-স্বজন এখন
নয় পরম জন
ধন-সম্পদ এ ক্ষণে
একেবারেই মূল্যহীন
যেখানে যা আছে দামী
পড়ে আছে ঐ ভাবেই
কোন কিছুই
আসছে না আর কাজে  ?


কারো প্রতি খবরদারি  
নেই তো আর বাড়াবাড়ি
পাইক-পেয়াদা , পিয়ন
শুনবে না আর হুকুম
ফাইল-পত্র , দলিল-দস্তাবেজ
দাপ্তরিক কার্য ক্ষমতা নিঃশেষ
অবনীর অর্জন থাকবে উপরে
মূল্যহীন কাখটা যাবে কবরে ।


কারো আহাজারি
কেহ বা করে নাম গুজারি
নানা আলোচনা সমালোচনা
চলে অতীতের পর্যালোচনা
এ সবের ফলাফল শূন্য
সে হবে কখনো ধন্য
যা নিয়ে যাচ্ছে আমল
শেষ বিচারে পাবে তার ফল ।


তাড়াতাড়ি কর
সময় হয়ে যাচ্ছে
আয়োজন শেষ
বিলম্বের নেই লেশ
কিছু পারবে না নিতে
পারবে না ও দিতে
আপন জনে রা  আসবে রেখে
একাকীত্ব ঘিরে ধরবে তাকে  ! !


শরীফ নবাব হোসেন ।