তারিখ  ঃ  -  ২০/০৮/২০২২  ইং  ।


প্রতিযোগিতায়   সমান্তরাল  ! !


উৎকোচ  আর  বাজার ঊর্ধ্বগতি
চলছে সমান তালে প্রতিযোগিতা
কেউ নয় যে কারো থেকে কম
যতক্ষণ না আসে ঘাড়ে যম  ।


ঘুষ বলে আমি সেরা
বাজার দামের দম্ভোক্তি আমি
দু’জনই এগিয়ে চলছি মিলেমিশে
আমাদের ডর বা সমস্যা কিসে  ?  


মরলে মরুক আম জনতা
বাড়ছে মোদের আয়ের খাতা
হাট-বাজারে ঘুষখোর ই রাজা
হিয়া-কায়া সদা তাদের তাজা  ।


উপরি আয়ের কর্তা দের এখন বর্ণালী দিন
সীমিত রোজগারের নিত্য দুর্দিন
ওরা কাটায় দিন মহা স্বপ্ন-সুখে
কম আয় যাদের , মরছে ধুঁকে ধুঁকে  ।


আছে আরো  হরেক রকম অবৈধ আয়
তাদের উল্লাস-স্ফূর্তির সীমা নেই
সেবার নামে অবাধে হাজার দুর্নীতি
দেশ ও মানুষের হোক যত দুর্গতি  ?


এমনি ভাবে দিন যায় যাক
গরীব আরো নিঃস্ব , ধনী হচ্ছে ধনাঢ্য
কারো জুটে না দু’বেলা অন্ন
আবার অনেকে প্রাচুর্যের ভারে ধন্য  ! !


শরীফ  নবাব  হোসেন  ।