তারিখ ঃ – ১০/০৩/২০২১ ইং । সময় ঃ – রাত – ৯- ২২ মিনিট ।


   প্রত্যাশিত   আচরণ  ।।
  
সুন্দর সবার কাছে সুন্দর
কদর্য  সবাই কে করে অধৈর্য
ভালো টা সবার নিকট প্রিয় এক
পছন্দ সব লোকের , তা জাগ্রত বিবেক  ।


কপটতা কারো কাছে নয় গ্রহণীয়
চরিত্রের রং বদল সদা নিন্দনীয়
সহজ-সরল স্বভাব সতত পূজনীয়
সত্যের চর্চা  প্রত্যেকের পছন্দনীয় ।


বাড়াবাড়ি কভু নয় কাম্য
সুস্থ সমাজের জন্য চাই সাম্য
অন্যায়-অবিচারে গড়ে অসুস্থ সমাজ
মন্দ কাজে থাকা চাই লাজ ।  


কখনো নয় পরের অকল্যাণ
এতে  স্বীয় জীবনে আসে অশান্তির বান
অন্যের স্বার্থে , ত্যাগে পায় সুখ
প্রসারিত হয় সমাজে শান্তির মুখ ।


দ্রুম দানে ছায়া , ফুল ও ফল
প্রকৃতি তাতে অপরূপে ঝলমল
মানুষের প্রকৃত শোভন কর্মফল
পৃথিবীকে করে প্রতিনিয়ত সমুজ্জ্বল !


মহত্ত্ব চিরায়ত  চরম গুণ
হিংসায় নিত্য ধরে গুণ
অসম বণ্টনে ক্ষোভের আগুন
ন্যায় বিচারে স্বস্তির ঘুম ।


সব কাজে প্রয়োজন মানবতা
দাফন করতে হবে আত্মার দানবতা
মহীর যত সৃষ্টি  মানবের জন্য
সুচারু সৃজনে ধন্য ও অনন্য ।


হিংস্রতা-পাশবিকতা নহে শ্রেষ্ঠ জীবের চরিত্র
ধর্মে , কর্মে , চিন্তায় থাকবে পূত-পবিত্র
ধ্যানে , জ্ঞানে , মননে ক্ষিতির কল্যাণ
অনিষ্ট থেকে পাবে তবে পরিত্রাণ ।


হত্যা , জুলুম , নির্যাতন , দমন-নিপীড়ন
ধ্বংসে অবলীলায় মানব জীবন
যারা ঘটায় তারাও পায় না ছাড়
এ কুল অকুল পাপীষ্টদের দু’কুলই অসাড় ?


শরীফ নবাব  হোসেন ।