তারিখ ঃ – ১৮/০২/২০২১ ইং , সময় – রাত – ৭- মিনিট  ।


প্রিয়তমার  পরম  পরশ !


         ভাবি নির্জনে
কায়ার মাঝে কায়া
আমার অনুভবে তোমার অঙ্গ ছায়া ।
হিয়ার ভেতর হিয়া
তুমি মোর মরমিয়া ।
তোমার তনু তে আমার মন
তুমিই তো জীবনের ধন !


তোমার জাদু ভরা তরঙ্গায়িত কায়া
আমার সর্ব সত্তা জুড়ে মায়া ।
তোমার আঁখির মাঝে পায়
বারিধি সম ভালোবাসা ।
ঐ সু-নেত্রে ভরে থাকে
আমার অফুরান সুপ্ত আশা ।


তোমার দেহ তে আমার স্বর্গ সুখ
তোমার স্পর্শ  বিনে দেহ-মন বিষণ্ণ বিমুখ ।
তোমার অপসরা  কলেবর
আমার কাছে তা সুরলো্কের সরোবর ।
তোমার অঙ্গ সৌরভের মধু
আমার কায়া-হিয়া পান করতে ব্যাকুল শুধু ।


তোমারই গাত্রে র বসন্ত মাধুরী তা
আমার উত্তাল পাগল মনের অপূর্বিতা ।  
তোমার  মায়াবী আননের অনাবিল আকর্ষ
আমার রিক্ত চিত্ত কে দোলা জাগায়  অনুপম ।
তোমার  সর্বাঙ্গের মোহনীয় তা
আমার কামনা বাসনার অপরিসীম বার্তা ।


তোমার হৃদয় সমুদ্দুর ও নীলিমায় লীন
আমার দেহ , মন-প্রাণ অন্তহীন বিলীন ।
প্রিয়তমা জাগিয়েছে আমার পরম পিয়াস
তার মাঝে পাবো আমি সুখ-তৃপ্তি অনায়াস !
সে আমার দেহ-অন্তরের অসীম সুখের সুধা
ভালোবাসার নিকুঞ্জের বনলতা ও শেষের কবিতা ।  


শরীফ নবাব হোসেন ।