তারিখ ঃ – ১১-০১-২০২২ ইং , , সময় – বিকাল -৫-০০ টা ।


পুত্রবধূ  ।।


আগে ছিল পর
এখন হয়েছে আপন
না করি আপন পর ভেদাভেদ
একে অপরের আন্তরিকতায় সিক্ত হবে সর্বশেষ
শ্বশুর-শাশুরীর মানসে তুমি
মা , মেয়ে , সহযোগী , অভিভাবক
কথায়-কাজে , আচার-আচরণে , সহনশীলতায়
সকলের প্রতি সুন্দরতম হিতাকাঙ্ক্ষীর ধারক বাহক ।
আপন করে নেবে সহজে
আপনার মহৎ গুণে
অনুপম ত্যাগে উজাড় করে উৎসর্গ
সংসারের সুখ-সমৃদ্ধির প্রয়োজনে ।


দেয়া নেয়া নয় বড় কথা
আসল মূল্যবান সম্পর্কটা ই আত্মীয়তা
অর্থ কড়ি , ধন-সম্পদ হয় নিঃশেষ
আত্মীয়তার বন্ধনের সীমানা হয় না শেষ ।
শ্বশুর বাড়ির সবার আপন পুত্রবধূ
যেমনটি মায়া-মমতার জালে জড়ানো যাদু
এখানে  মিলেমিশে সবাই সবার কাছে প্রিয়
অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে না হয় যেন অপ্রিয়
হিংসা-বিদ্বেষ , দ্বন্দ্ব , সন্দেহ ফেলতে হবে ঝেড়ে
পরিবারের সুখ-শান্তি , ঐক্য কোন ভাবেই না নেয় কেড়ে ।


সবার ই সুচিন্তিত , ঐকমত্য কর্মসূচি
সমন্বিত ইতিবাচক উদ্যেক
সৃষ্টি হয় প্রেরণা  নূতনের
এবং
এতেই বিকশিত হয় আনন্দময় পরিবার ও সমাজের ।।  
বধূ-কান্তা ও শ্বশুর বাড়ির স্বজনেরা
একই কান্তার প্রস্ফুটিত ফুল
সুবাসে সৌরভে সৌন্দর্যে মুখরিত করবে
পাড়া প্রতিবেশীর শ্রান্তিহীন বুক ।


শরীফ নবাব হোসেন ।