তারিখ ঃ – ২৮/০২/২০২১ ইং , সময় – রাত -৭-১২ মিনিট ।


হৃদয়   ভালোবাসায়  মাতৃভূমি ।।
       ( ষোড়শী  কবিতা )


মাতৃভূমি জাগায় বেঁচে থাকার নব স্বপ্ন
যোগায় শিক্ষা , খাবার , বাসস্থানের সু-পণ্য
এ ভূমিতে জন্মে সবার জীবন মহা ধন্য
হেলায়-পেলায় দেশ কে করবো না নগণ্য
দেশ মোদের মায়া-মমতায় মায়ের তুল্য
কাজ-কর্মে , ত্যাগ-তিতিক্ষায় দিতে হবে মূল্য ।


ভালো বাসবো দেশ মাতা কে জীবন বিলিয়ে
দেশের স্বার্থ ই  নিজ স্বার্থ  এ শপথ নিয়ে ,
ভাবনা-চিন্তায় , কামনায় দেশের মঙ্গল
মানুষ কে আপন করাই প্রকৃত সম্বল ,
কোন লোভ-মূল্যের মোহে নয় মায়ের ক্ষতি
মাতার সর্বনাশে সন্তানের থাকে কী গতি  ?


সব চাওয়ার ঊর্ধ্বে  জাতির পরম হিত
সবাই মিলে ধরবো কল্যাণের নিত্য গীত
মানুষ কষ্ট  পেলে সব অর্জন মূলে শূন্য
প্রত্যাশা পূরণে ই দেশ মাতা হয় অনন্য ।

শরীফ নবাব হোসেন ।


(বিঃ দ্রঃ – মাত্রা -৬+৬+৪ = ১৬ পঙক্তি ,
প্রতি পঙক্তি তে ১৬ বর্ণ ।।)