তারিখ ঃ – ২৪-১১-২০২১ ইং , সময় – সন্ধ্যা – ৬-৩০ মিনিট ।


হৃদয়ের  আপনজন ।।


আহা !  কী খুশি , কী সুখানন্দ !
চলেছি সাথে নিয়ে
শীতের  বৈকালে ধূলি উড়ায়ে
ধরে এক হাতে নাতনী
আর এক হাতে দুই নাতি
বলছে তারা  মেলা কথা
কিছু তার যায় বুঝা
অনেক ভাষা যায় না বুঝা
তাতেই লাগে ভারী মজা !  
  
হেঁটে বেড়াতে তারা খুঁজে পায় আনন্দ
এদের অবুঝ ভুবনে কিছু নয় মন্দ
ভ্রমণের ফাঁকে দিন কেটে যায়
খাওয়া-দাওয়ার খবর মোটেও নাই
এদিক-সেদিক , বাগানে , নদীর পাড়ে , পুকুর ঘাটে
ঘুরে প্রশান্তি দাদার সাথে
এক সময় ঘনিয়ে আসে সন্ধ্যা
পেছনে ফেলে সব , ফিরতে হয় নীড়ে  
নিশাপতি এসেছে হেসে , হাতে নিয়ে রজনীগন্ধা ।।


শরীফ নবাব হোসেন ।