তারিখ ঃ – ১৭/০৪/২০২১ ইং , সময় – ৭-২০ মিনিট ।


রমজানের   আমল ।।


রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন
সকল প্রকার পাপ কাজ বর্জন
রমজানে চাইতে হয় গুনাহ মাফ
মনের যত  দুষ্কৃতি করতে হয় সাফ ।


রোজা নয় তো শুধু উপবাস
শরীর ও আত্মার সাথে নয় উপহাস
সরল , সঠিক , শ্রেয় পথে চলাই কাজ
কোরআন ,সুন্নাহর আলোকে গড়বে জীবনের সাজ ।


রমজানের শিক্ষা অবারিত আল্লাহর সন্তুষ্টি  
এতে পাবে দু’জাহানের মুক্তি
প্রতিজ্ঞা সকল কাজে কল্যাণ
বিরত থাকা জাগতিক সব অকল্যাণ ।


রমজানের শিক্ষা করা তওবা
অসৎ কাজ বার বার না করা
এ মাস ঐ সারা বছরের প্রশিক্ষণ
আত্ম  শুদ্ধি তে জীবন গঠন ।


সিয়ামের অঙ্গ সেহরি , ইফতারি , নামাজে তারাবী
সহী মনোযোগে সমাপন করি
এ সবকিছু হবে হালাল রোজগারে
তা হলে পাবো লাখো পুণ্য , যাবে না বিফলে ।।


একজন রোজাদারকে করালে ইফতারি  
হবে সমান পুণ্যের ভাগী
এ মাসে বেশী বেশী দান খয়রাত
আল্লাহর সন্তুষ্টি তে উভয় জাহানের মঙ্গল লাভ ।


রোজা পালন আত্ম  রক্ষার ঢাল স্বরূপ  
ঢাল করে শত্রুর আঘাত প্রতিরোধ
রোজা পাপ কাজ থেকে মানুষকে বাঁচায়
দিবানিশি পুণ্যতা অর্জনের মহিমায়  ।।


সিয়াম সাধনা মানেই আত্ম সংযম
সকল দুষ্কর্ম থেকে নিজ কে সংবরণ
তা হলেই  রোজার আমল হবে সার্থক
পাতক ও পবিত্রতার মিশ্রণে  রমজানের উদ্দেশ্য নিরর্থক  ।।


শরীফ নবাব হোসেন ।