তারিখ  ঃ  -  07/01/2023   ইং  ।


শৈত্য  প্রবাহে   জন-জীবন  ।।


চলছে ভারী শৈত্য প্রবাহ
কুয়াশায় আচ্ছন্ন দেশময়
হিমের শুভ্র চাদরে আবৃত
বৈকাল থেকে শুরু
পরদিন দুপুর অবদি ঝরছে তুষার
তমসার স্তরে -------
সামনের রাস্তা টুকু যাচ্ছে না দেখা ।


কনকনে শীতের সাথে ঠাণ্ডা সমীরণ
চারিদিক দিনমণির অভাবে শর্বর
শীতার্ত মানুষ ও প্রাণিজগৎ জড়সড়
ঘরে-বাইরে হিমশন্কিত মানবকুল  
মানবজীবন একরকম বিপর্যস্ত  ।।


হঠাৎ দেখা দিল কিরণমালী
হেসেছে যেমনটা রাজ হাসি
ছড়িয়ে দিয়েছে সমুজ্জ্বল ময়ূখ
অহ টা এখন ফুটফুটে রাজকন্যা  ! !


মানব মনে লেগেছে প্রশান্তির স্বস্তি
মনে  হয়- রাজদূত এসেছে বসুধায়
আহা  ! দিবাবসুর ক্ষণিকের অনুপস্থিতি
মানবের অবস্থা বেসামাল  ?
এ যে -----------
সৃষ্টিকর্তার কী অক্ষয় চমৎকার দান  ! !  


শরীফ  নবাব  হোসেন  ।