০৩/০৩/২০২০, বিকাল – ৪-০০ টা


স্বদেশ  আমার  বাংলাদেশ   ! !


স্ব – স্বপ্ন দেখি স্বদেশ নিয়ে
      বিশ্ব সেরা গল্প দিয়ে ।
দে –  দেশ মাতৃকা প্রিয় মোদের
       সন্তান আমরা দেশ মাতৃকার ।
শ –  শ্যামল, সবুজ শোভায় ঘেরা
       এদেশ বর্ণিল রুপের  মাধুরী  ভরা ।


আমরা – আমরা যুগে যুগে রচিয়াছি মহাকাব্য হাজার বার
           তবু শেষ হয় না সুকান্তের প্রশংসা তোমার !


বা – বাসিব ভালো জীবনের তরে
      বাসিব ভালো মরণের তরে
      রাখিব তোমায় বুকে  যতন করে ।
ং – অহংকারের দেশ এ স্বদেশ আমার
      বিশ্বের মানচিত্রে উজ্জল নক্ষত্রের বাংলাদেশ ।
লা – লাল-সবুজের পতাকা এনেছি ছিনিয়ে
      তোমার সম্মান অটুট রাখবো
      শত-সহস্র  শুভ-কর্ম দিয়ে ।
দে – দেশকে সবার  উপরে রাখবো
        দেশের সম্পদ রক্ষা করবো
        দেশের প্রয়োজনে জীবন দিয়ে লড়বো ।  
শ – শোষণ, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে  
      দেশের মানুষ রইবে সোচ্চার,
      দেশের মংগলে অবদান থাকবে ষোল কোটি  জনতার !


              সবারই প্রত্যাশা এক -
       থাকবেনা কোন অভাব, অনটন, বৈষম্য ও অশান্তির রেশ
       সবাই  মিলেমিশে  গড়বো
      আমাদেরি শান্তি-সু্খের বাংলাদেশ  ! !


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, দেওয়ানহাট, চট্টগ্রাম ।