২১/০১/২০২০, সময় – সকাল – ৯-০০টা


সে  ল  ফি  ক্রেজ !


বিয়ে-সাদীতে, আচার অনুষ্ঠানে
সেলফি নিয়ে ব্যস্ত
পার্কে, পিকনিকে
রাস্তার ধারে, সিঁড়ির উপরে
ভবনের ফটকে, গাড়ির ভিতরে
সভা-সমিতিতে, মিটিংয়ে-মিছিলে
মঞ্চের  উপরে, ব্যানারের সামনে
জন্মদিনে, বৌভাতে
চায়ের টেবিলে, হোটেলের কেবিনে
শিমুল তলায়, বটতলায়
পুকুর  ধারে, নদীর  ঘাটে
ঝাউবনে, কাঁশবনে
সৈকতে, কপিক্ষেতে
যত্রতত্র সবখানে
সেলফি চাই
সেলফির আছে দৌরাত্ম
কাজ-কর্ম  সব বাদ দিয়ে
সেলফিতে ব্যস্ত !
    
কিশোর-কিশোরী
তরুণ-তরুণী
প্রেমিক-প্রেমিকা
যুবক-যুবতি
স্বামী-স্ত্রী, শ্যালক-শালিকা
শিষ্য-সমঝদার
নেতা-নেত্রী
ছাত্র-ছাত্রী, গাড়ির যাত্রী
সবারই প্রথম কাজ
সেলফিটা নেই আজ
এতে নেই কোন লাজ ।
নেই কোন নিয়ম-কানুন
সেলফির ফ্রেমে আসুন
দাঁড়ান বা বসুন
সেলফিটা তুলুন
এর চেয়ে বড় কাজ ।


আর নেই মানুষের আজ !
কাজ-কর্ম পরে
সেলফি তুলি আগে  
ট্রেনটি ছেড়ে দিল
টিকিট  গোল্লায় গেল
তবুও সেলফিটা তো হলো !


শরীফ নবাব হোসেন ।