সবিতার কথা


সবিতার জন্য লিখলাম কবিতা
সবিতা বলল দরকার নাই,
আমার চাই টাকা-পয়সা, গাড়ি-বাড়ি
যাব সেখানে যেখানে আমি খুঁজে পায় ।


কথার ফুল ঝুড়িতে
মিটে না মনের শখ
সুন্দর সুন্দর বাক্যালাপে
জুটেনা রসনা খাবার
দেখা হয় না, নানা মনোরম স্থান
টাকার অভাবে সব, ভেস্তে যায় আবার ।


আমার লাগবে নিত্য-নতুন
গয়না আর অলংকার
মাখবো গায়ে বাহারি প্রসাধনী
মিশাবো দেহে বিদেশী সুগন্ধী
থাকবো না আমি ঘরে বন্ধী
যতই করো মিষ্টি কথার ফন্দী ।


মাসে মাসে চাইনিজ খেতে হয়
ফাস্ট-ফুড তো সাথে নিতেই হয়
পার্কে গিয়ে ফুসকা খাই
বন্ধুদের সাথে আড্ডা চাই
লং ড্রাইবে মন যেতে চায়
বিনোদনে নতুন চমক পায় ।


কবিতার পরেও দিতে হবে আমায়
এগুলো সব নিত্যদিন
নইলে আমি তোমার সাথে
খাকবো না আর বেশী দিন ।


সবিতার কথা শুনে
মনে পেলাম ব্যাথা
কোথায় পাব এত অর্থ !
জীবন হয়ে যাবে কী নিরর্থ ?