তারিখ ঃ – ০৮-০৯-২০২১ ইং , সময় – দুপুর – ১-১০ মিনিট ।


স্বার্থান্বেষী  ধূর্ত  শৃগাল  ! !

তালে তালে চলে , ঘুষ , দুর্নীতি , স্বজন প্রীতি
চাটুকারেরা গায় স্রোতের গতিতে স্বার্থের গীতি
অপরাধীরা গড়ে তুলে সম্প্রীতি ।


একজনের হক আর একজনকে দেয়া
সীমাহীন অবৈধ সুযোগ নেয়া
পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় তারা ।


দায়িত্ব পালনে অনীহা বা গড়িমসি
অন্যায় কাজে উৎসাহী
কাজের চেয়ে অকাজে আগ্রহী বেশী !


ফাইল আটকানো , উপকার ভোগীকে ঠেকানো
হয়রানি করা , অর্থ আদায়
মিথ্যা অজুহাতে মানুষকে ফেলে বেকাদায় ।


সদা পরের সম্পদ কুক্ষিগত
রাষ্ট্রীয় অর্থ-সম্পদ অনায়াসে হস্তগত
দেশের সম্পদ  আরেক দেশে সোপর্দ ।


লোভের মোহে জাতির স্বার্থ দেয় জলাঞ্জলি
পর দেশের তাঁবেদারি
মন-মানষিকতায় স্ব জাতির বিরুদ্ধবাদী ।


তারাই সাজে আবার দেশ প্রেমিক
ভণ্ডামি তে পাকা বহুবিধ
ক্ষমতাসীনরা পদলেহন সোয়া শত অমায়িক ! !


এদের থেকে  সাবধান থাকা উচিত
প্রতিবাদ , প্রতিরোধ , বয়কটে
অটল থেকে- জবাব দেয়া সমুচিত ।


এসব ঘটা জঘন্য অপরাধ
বিশাল সামাজিক ক্যানসারের আধার
দেশবাসীকে এদের চিহ্নিত করা দরকার ।।  

শরীফ নবাব হোসেন ।