১৫/১২/২০১৯, রাত-১০-৪৫


স্বভাব-না বোধক !


পর নিন্দা বেশী চর্চা
বাড়ায় পাপের পরচা
মিথ্যা কথার অভ্যাস
নিজের মান-সম্মান হ্রাস ।


মানুষের জিনিসে লোভ
বাড়ে সবার মনে ক্ষোভ
বেশী বেশী খেতে চায়
অসুখ-বিসুখে কষ্ট পায় ।


ভবঘুরে বেড়ায় খায়
নিজের কোন ঠাঁই নাই
মানুষের কাছে হাত পাতে
পরে না সে কোন জাতে ।


কথা দিয়ে রাখে না কথা
অন্য লোক কষ্ট পায় অযথা
করে সময় নষ্ট
নিজের হয় অনিষ্ট ।


আশ্রয় নেয় কপটতার
অভাব আছে সততার
পরের দুঃখে হয় সু্খী
মনের কাছে থাকে অসুখী ।


ধার নিয়ে করে না শোধ
পাওনাদারের হয় দুঃখ
কথায় কথায় ছল-ছাতুরী
তাদের নেই কোন মাধুরী ।


ঠকবাজেরা শুধুই ঠকায়
নিরহ জনেরা পড়ে বেকাদায়
নেতারা করে বৈষম্য
নষ্ট হয় দেশে ভারসাম্য ।


এই সব হলো খারাপ স্বভাব
ছাড়তে পারলে হয় না অভাব
বদলালে বদলানো যায়
তাতেই সু্খের তৃপ্তি  পায় ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।