তারিখ ঃ – ১০/০১/২০২২ ইং , সময় – বিকাল – ৪-৪৫ মিনিট ।


শেষ  বেলার  অভিলাষ  ।।


আমার জীবনের
এখন শেষ বেলা ।
আছর পেরিয়ে সন্ধ্যার সাজ
অল্প ক্ষণ পরেই  ডুববে দিনপতি ।
হবে দিবাবসান
থাকবে না অহনের জ্যোতির বান ।
সকল কর্মের  অবসান
যামিনীর নিকষ অন্ধকারে ধাবমান ।
এতদিন আবদ্ধ ছিলাম অবনীর ইন্দ্রজালে
কালের স্রোতে ছেড়ে যেতে হবে সব ফেলে ।।


দিনমণির মতো নিঃস্বার্থে পারবো কি –
বিদায় বেলায় সকল আভা দিতে ছড়িয়ে  ?
যে ভাস্বর দীপ্তি সারা মহীকে
রক্তিম আবিরে ভালোবাসা দিয়েছে রাঙিয়ে  ! !
আমি কী পারবো -------------
কিঞ্চিত প্রীতি-মমতায় রঞ্জিত করতে মানুষের হৃদয় কে ?
সবকিছু যাবে তমসায় তলিয়ে
পুণ্য কর্ম কিছু থাকে তা রবে আলোকে  বিভাসিত হয়ে !
সময় বয়ে গেছে মরীচিকার পেছনে হেলায় ফেলায়
পরীক্ষায় উত্তীর্ণ হবো কীভাবে সৃষ্টিকর্তার খেলায়  ? ?


শরীফ নবাব হোসেন ।