০৬/০৯/২০২০  ইং , সময় – বিকাল – ২-০০ টা ।


শিক্ষক  ও  আদর্শ  । ।


শিক্ষক ছড়ায় জ্ঞানের আলো
এর চেয়ে কী আছে ভালো ?
দূর করে অন্তরের কালো
জাগরণের সুপ্ত প্রতিভা জ্বালো ।


শিক্ষক অপসারণ করে কুসংস্কার
শিক্ষার আলোয় আনে সংস্কার ,
শিক্ষকদের সু তৎপরতায় জাতির অগ্রগতি
তাঁদের অনীহায় সভ্যতার বিচ্যুতি ।


শিক্ষক ঘুচায় আঁধারের কালিমা
মনে জাগায় সত্যের মহিমা ,
তারা দেয় তাজা মনে সুশিক্ষা
ব্রতীতে মজে মহৎ কাজের দীক্ষা ।


তাঁরাই জাতির চালিকা শক্তি
কর্ম   প্রেরণায় আনে মুক্তি ,
শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড
শিক্ষকেরা তার সত্যিকার মানদণ্ড  ।


সৎ চেতনা , সৎ আদর্শ  
গুরু ই তার একমাত্র ভাবাদর্শ ,
শিক্ষার আলো জগতে দুর্নিবার
শিক্ষক ই জ্বালায়  সে আলো  অযুত বার ।


ছাত্র-শিক্ষক আন্তঃ সুচারু সম্পর্ক
অবনী তে সৃষ্টি  হয় মূল্যবান কর্ম ,
শিক্ষকের সঠিক পাঠ দান কর্ম
এটাই তাদের পবিত্র ধর্ম ।


বিদ্যার্থী কে শিখণে সচল , সক্রিয় রাখা
শিক্ষকের মহিমান্বিত কাজ রূপে গাঁথা ,
শিক্ষক দানিবেন পবিত্র অধ্যাপন
তবেই দেশ ও জাতি কে দিবে গুণে রূপায়ণ ।


শিক্ষাগুরু বিলিয়ে যাবেন আমরণ
অমিয় চরিত্র ও মূল্য বোধে জাগরণ ,
এতে হবে বিবেক ও মনুষ্যত্বের প্রসার
সুশিক্ষা  আত্মায় ধারণ করে হবে অবতার ।


এজন্য থাকতে হবে শিক্ষক কে
কলুষিত গড্ডালিকার রাজনীতি মুক্ত ,
তাহলে তাঁরা হতে পারবে
একটি সুন্দর  সমাজ গঠনে যুক্ত ।


শিক্ষকদের জীবনচরিত থাকবে চির পূত-পবিত্র
অন্ধকারের পথ প্রদর্শক , আলোর মশালে দীপ্ত ,
তাতে তাঁদের  সুপ্রভ  আদর্শের  হবে না  বিলীন
তাঁরা জাগরূক রবে মানুষের মণিকোঠায় অমলিন । ।  


শরীফ নবাব  হোসেন ।