তারিখ  ঃ -–১৯/০৭/২০২২  ইং ,  সময় -–রাত -–১০-৫০  মিনিট  ।


শিশুর   সৌন্দর্য  ! !  


শিশুরা থাকে সদা হাসি খুশি
হয় তারা নিরন্তর সুখী
চলন-বলন সহজাত ভারী মিষ্টি
স্রষ্টার অনিন্দ্য-ললিত সৃষ্টি ।


শিশুদের সবকিছু অপার সুন্দর  
তারা অপরিসীম ভালোবাসার বন্দর
মন-মেজাজ তাদের চিত্তাকর্ষক
বড়রা এদের বিমোহিত দর্শক ।


বালকেরা সর্বদা হয় আদরের
তারা বাঁধন হীন মুক্ত মনের
শিশু জন অনন্ত অসীমে নিষ্পাপ
অন্তরে ফেলে মুগ্ধতার ছাপ  ।।


  অর্ভকরা শশীর মতো স্নিগ্ধ
নীলিমার মতো মুক্ত
নদীর স্রোত ধারায় বহমান
তাদের প্রতি আকর্ষণ আবহমান ।


শৈশব পত্র-পল্লবে ঘেরা সবুজায়িত
বিহঙ্গের মতো রাখে মুখরিত
সবিতার ন্যায় করে আলোকিত
এদের সান্নিধ্যে হই পুলকিত  ! !


শিশুরাই তো স্নেহময়ী মাতা
আদর-সোহাগে পূর্ণ পিতা
তারাই ভবিষ্যতের প্রকৃত কর্ণধার
হবে মানবজাতির কল্যাণের আধার ।


অপোগণ্ড অকপটে শান্তির প্রতীক
সমৃদ্ধ ধরাতলের উজ্জ্বল প্রদীপ
রংধনুর ছড়ানো সপ্ত রাঙা আবীর
এরাই দেশ ও জাতির অনাগত বীর  ।


তাই আমরা –
সকল শিশুদের করি যত্ন আর পছন্দ
ভালোবেসে খুঁজি নিরবশেষ আনন্দ
গড়বো ওদের বসন্তের  জৌলুসে বিকশিত
মেদিনী হবে সুখের আবেশে সুবাসিত  !


শিশুতা প্রকৃতির শোভায় অনন্য
তাদের সংস্পর্শে- আমরা নয় কী ধন্য  ?
তারাই স্বর্গের পাঠানো শুভ্র দূত
বন্ধন প্রীতি ও সহমর্মিতার শাশ্বত অগ্রদূত  ! !



শরীফ  নবাব  হোসেন ।