তারিখ  ঃ – ২৮/০৭/২০২২   ইং ।


শরীফ  নবাব  হোসেন  ।


সীরাত  ঃ  মুহাম্মদ  ( সঃ )  রহমতুল্লিল   আলামীন  ।।


( ১৬  লাইন – প্রতি লাইনে  ১৬  বর্ণের  কবিতা  )


আল্লাহর ঘোষণা নবীর  ( সঃ ) চরিত্র উত্তম
এ আদর্শ পালনে কেহ ই হবে না অধম  ।
অন্ধকার যুগে এনেছেন সভ্যতার দ্যুতি
পদে পদে গড়েছেন মানবতার উন্নতি ।



অধিকার দিয়েছেন এতিম , শিশু , নারীর
হক আদায়ে দীক্ষা দিয়েছেন প্রতিবেশীর ।
আমানত সুরক্ষায় ছিলেন আল আমীন
নবীর ( সঃ ) অনুসরণে হতে পারবো মুমীন ।



তিনি রাসূল গণের দু’জাহানের সর্দার
হাসরে আল্লাহ দান করবেন কাউছার  !
রাসূল ( সঃ ) করেন মহীতে সাম্য-ন্যায় প্রতিষ্ঠা  
তিনিই করেছেন মানব অধিকার রক্ষা  ।।



তাঁর রচিত রাহা পূর্ণাঙ্গ জীবন বিধান
সেখানেই আছে অনন্ত কালের সমাধান ।
নবীর ( সঃ ) চরিত সর্ব ক্ষেত্রে করলে পালন
ধরায় নামবে শমতা ও মৈত্রির বন্ধন  ! !


শরীফ  নবাব  হোসেন ।