তারিখ  ঃ – ১০-০৪-২০২২ ইং ,  সময় ঃ বিকাল – ৩- ১০ মিনিট ।


সভ্যতা ,  মানবতা   না  মানব   হত্যা   ?  ?


বিশ্বের অবস্থা
এখন এমন
আমাদের চারপাশে রক্তপিপাসু রা -------------
হা করে আছে চেয়ে  !
হামলে পড়ছে-পড়বে
অসহায় মানবের উপর
চলছে চলবে নিষ্ঠুর হত্যাযজ্ঞ
অমানবিক নির্যাতন , বর্বরতা  ?


মানব জাতির অস্থিত্ব  
আজ বড়ই বিপন্ন  
সভ্যতা সংকটাপন্ন
পশুপাখি , কীট-পতঙ্গের চেয়েও  নগণ্য  ?
সারা ভুবনে
এখন লক্ষ কোটি মানুষ
ঘরবাড়ি ছাড়া
পিতৃ হারা
কেহ সন্তান হারা
স্বামী হারা
স্বজন হারা ।


দিকে দিকে মানুষ -  
ক্ষুধার্ত , তৃষ্ণার্ত
  নেই ঠিকানা
ঠাঁই কোথায় জানে না
অভয় বাণী
কেউ দেয় না  ?
ঘুমের ঘোরে ও
ঘুম ভাঙে
গোলা গুলির শব্দ
দ্রিম দ্রিম
বোমার শব্দ
গুড়ুম গুরুম ।


যেখানে সেখানে
ব্যস্ত জনপদে
যখন তখন
গোলাগোলি  বোমার আঘাত !
মরছে মানুষ অকাতরে
নারী , পুরুষ , শিশু , বৃদ্ধ
কোনখানে কেউ নয় নিরাপদ
ধরণী টাই যেন আপদ ।


বহু দেশে
অবুঝ শিশুরা ও
পুষ্টি হীনতায় ক্ষুধার জ্বালায়
কংকালসার , মরণাপন্ন ।
এ অবস্থায়----------
মা ও শিশু উভয়ই মরছে
ধরার নামধারী নেতাদের
এসব দেখার নেই সময়  
তারা ক্ষমতার লড়াইয়ে
বেহুঁশে  দিন কাটাচ্ছে ।


অথচ –
যুদ্ধ-বিগ্রহ , আক্রমণ
মারণাস্ত্র- সমরাস্ত্র তৈরি
সামরিক খাতে ব্যয়
হাজার হাজার কোটি ডলার ।


সমগ্র পৃথিবীতে -
বর্তমান নাজুক প্রেক্ষাপটে
আদম সন্তানকে বাঁচানোর পরিবর্তে
তাদেরকে ধ্বংসের জন্যই
মেধা শ্রম অর্থ ----------
হচ্ছে ব্যয় অধিক  ,
আর এর নামই গাইছে
অত্যাধুনিক সভ্যতা
মানবতার সুরক্ষার চেয়ে
মানব হত্যা চলছে ততোধিক  ! !


এ অসার নামধারী সভ্যতা কে
অন্তরের ঘৃণায় ধিক্ ধিক্ ধিক্ ।।


শরীফ নবাব  হোসেন ।