তারিখ ঃ – ০১-০৫-২০২২ ইং , সময় ঃ দুপুর – ১-৫০ মিনিট ।


দেবো   সহযোগিতা  ,   নয়    বাধা  ।।



সাধারণ মানুষের চলার পথকে
করবো না –
জটিল , কণ্টকাকীর্ণ , বাধাগ্রস্ত
চলমান জীবনকে করবো না
বিপদগ্রস্ত , বিধস্ত
হবো না অন্যের জন্য
অশান্তি ও উদ্বেগের কারণ ।



চিন্তা , চেতনা , কর্মে , ধ্যানে
করবো না কোন মানুষের ক্ষতি
এটাই হয় যেন নিরন্তর প্রতিশ্রুতি
চেষ্টা করবো অবিরত
করে যেতে নির্মল গতি ।


হতে হবে না মহারতি
লাগবে না দ্বিজরাজের বাতি
ক্ষুদ্র দায়িত্বের অতি ক্ষুদ্র
মানুষ হয়েও
শুভ্র-কল্যাণকর উৎসর্গ
অনায়াসে যায় রাখা
যদি থাকে প্রাণে
মানবতার পূত অনুভূতি   ! !



অর্থ-সম্পদ , পদবী , ক্ষমতা
আকার-আকৃতি , বংশ মর্যাদায়
ব্যক্তি নয় সুমহান
প্রতিনিয়ত ললিত ও মহৎ কর্ম
অর্পণ করে যাঁরা
তাঁরাই আদত , জীবন ও ভুবনে মহান  ।



নিঃশ্বাস এখন আছে
পরমূহুর্তেই আর নেই
তখন হয়ে যায়
তার সবকিছু স্থগিত ।
শুধু রেখে যাওয়া
অনন্য শুচি-উত্তম
অবদান সমূহ থাকে বিরাজমান
বহন করে সুরভি , পীযূষ স্মৃতি
যা তার নাশ্য জীবনের অনুপস্থিতিতে
থাকে  অপার অম্লান  ! !


শরীফ নবাব  হোসেন ।