তারিখ  ঃ -–১৮-০৭-২০২২  ইং , বিকাল -৫-১৫  মিনিট  ।


শোকরিয়া    জ্ঞাপন  ।।



যা পেয়েছি  ,  যা খেয়েছি
যা পাচ্ছি , যা খাচ্ছি  
যা পরিধান করেছি , এখন যা পড়ছি
এতদিন ধরে বেঁচে আছি
  যতটুকুন সুস্থ আছি
চোখে দেখছি , কানে শুনছি
পায়ে হাঁটছি , দাঁতে  খাচ্ছি
আত্মীয়-স্বজন , বন্ধু-বান্ধব নিয়ে আছি ।
সশরীরে-সুস্থ শরীরে , সুস্থ জ্ঞানে
করতে পারছি ইবাদত –বন্দেগী ;
তার জন্য মহান আল্লাহর দরবারে
অবশ্যই আদায় করতে হবে
   লাখো-কোটি শোকরিয়া ।।
          


অন্যের অনেক বেশী আছে
তা না দেখে –
আমার যা আছে , দৈহিক-আর্থিক
অনেকেরই তা নেই –
অনেকে অনেক রকম আছে কষ্টে
এটা ভেবে মেনে
নিজের উপর সন্তুষ্ট থাকা
প্রভূত মঙ্গল জনক  ।।  



কেননা – আরো ভালো , অশেষ সুখ
আরো অঢেল প্রাপ্তি নামক
মরীচিকার পেছনে বেপরোয়া ছুটলে
কেবল দেহ-মনেরই হবে না ক্ষতি  ;
ক্ষতি হবে সমাজ ও দেশের
আমাদের স্রষ্টা মহান রব ও
হবেন তাতে পরম অসন্তুষ্ট ।



এ জন্য  চলমান জীবনের প্রতিটি পদে
আমাদের যা আছে
সুশৃঙ্খল  ও বিহিত অর্জন  যা হয়েছে
তা নিয়ে তুষ্ট থাকাই সর্বাপেক্ষা উত্তম ।
এতে মানুষের মর্তের শান্তি ও
আখেরাতের মুক্তি দু’টোই সহজে মিলবে  ।


এ জন্য মানব জীবনের সর্ব ক্ষেত্রেই
স্রষ্টা আল্লাহ তায়ালা কাছে
আদায় করতে হবে ঐকান্তিক শোকরিয়া  ;
তাঁর অপার সুচারু
সৃষ্টির প্রতি দিতে হবে
হৃদয়ের অনাবিল ভালবাসা  ! !


শরীফ  নবাব  হোসেন ।