তারিখ ঃ – ২৯/০৬/২০২১ ইং , সময় – ১০-০০ টা ।


সন্তুষ্টে   আসে  সুখ  ! !


অল্পতে খুশি
তাই তো সুখী ।
চলাফেরা করতে পারি
এটাই অনেক সুখের কাড়ি ।
মুখে আছে রুচি
চাই না এর বেশী ।


হয় যদি ভালো ঘুম
ভোরে  উঠে তৃপ্তির ধুম ।
পেট ভরে খেতে পারি
কাজের ভার নিতে পারি ।
নিজের কাজ করি নিজে
উল্লাসে  বৃষ্টিতে ভিজে ।


মসজিদে  পারি যেতে
আল্লাহর  অশেষ রহমতে ।
প্রভু দিয়েছেন অসীম নিয়ামত
কেন করি আমানত খেয়ানত  ?
সুস্থ থাকাটা বড় সম্পদ
ধন-দৌলতে সুখ অসম্ভব !


ঈষৎ টাকা পয়সা ধন
শান্তির জন্য উদার মন ।
অঢেল টাকা-কড়ি ধন
আরাম-আয়েশের নয় কারণ ?
হালাল আয় রোজগার
প্রশান্তির সূতিকাগার ।


মানুষের কল্যাণে কাজ
সেটাই স্বর্গের সাজ ।
চমক , ঠমক , ঢাক-ঢোল
অকাজের যত শত বোল ।
যা নাই নয় আফসোস
লালসায় বাড়ে দুখ ।


সৃষ্টিকর্তার দয়ার দানে সন্তুষ্ট
মানব জীবন হবে পরিতুষ্ট ।


শরীফ নবাব  হোসেন ।