তারিখ  ঃ  -  ১২  ই  রবিউল  আউয়াল  ,  ১৪৪৪  হিজরি  ।


০৯/১০/২০২২   ইং  ।

সর্বোত্তম   আদর্শের   ভাস্কর  ঃ   হযরত   মুহাম্মদ  ( সঃ )


সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মঞ্জুল আদর্শের আলোক
মানবতার মুক্তির চিরন্তন প্রতীক
মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করণের পুরোধা
সর্ব স্তরে মানবের অধিকার  প্রতিষ্ঠার মানস লোক
জাহেলিয়াতের যুগে নারী ও শিশুর মর্যাদা ও অধিকার নিশ্চিত কারী
সব ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শনকারী
সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষা ও তাদের প্রতি ঐকান্তিক সহনশীল
মানব সমাজে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী
সৃষ্টি জগতের জন্য আল আমীন বা বিশ্বাসী হিসেবে আবির্ভাব
সর্বাবস্থায় সকলের আমানত রক্ষাকারী
প্রতিটা নিঃশ্বাস , চিন্তা-চেতনায় ও কাজে মানব কল্যাণে ব্রতী
সকলের  সমান অধিকার রক্ষা ও সুষম বণ্টনের দৃষ্টান্ত কারী
অন্ধকার যুগে সু-সভ্যতার আলোক বর্তিকা বহনকারী
জীবনের প্রতিটি মুহূর্তে গণতন্ত্র চর্চা ও বাস্তবায়নকারী  
যাঁর নিখুঁত পূত চরিত্র সৌন্দর্য বিশ্ব-জাহান কে করেছে মোহিত  ! !


যাঁর আদর্শ জীবন চরিত
ধরার পৃথিবীতে মানলে ও বাস্তবায়ন করলে
ইহকাল ও পরকালে মানবের
সার্বিক শান্তি , কল্যাণ ও মুক্তি অবধারিত –  
তিনিই আমাদের প্রিয় নবী ( সঃ )
সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মানব শেষ নবী
রহমতুল্লিল আলামীন সায়্যিদুল মুরছালিন
হযরত মুহাম্মদ মোস্তফা  ( সঃ )  ।।  


শরীফ   নবাব   হোসেন  ।