তারিখ ঃ – ০৯-১২-২০২১  ইং , সময় – ৫-৪৫ মিনিট ।


সড়কে  পদে  পদে   মৃত্যুর  ফাঁদ  ?  ?


পেতেছে নিত্য মৃত্যুর ফাঁদ
বেপরোয়া গাড়ি চালক দের মেজাজ  , হাত  
  যতই  মরুক ! কি আসে যায়
বিচার-আচারের  বালাই নাই ।


নিয়ম-কানুনের করে না তোয়াক্কা
খেয়াল-খুশির বেহাল আখড়া
চালক হেল্পার  যেন রাস্তার সন্ত্রাসী
পথ চলতে হয় দুর্ঘটনার সাথী ।


দুর্ঘটনা বেড়েই চলেছে লাগামহীন
অসুর বাজায় মরণের বীণ
পরিত্রাণের আলো জ্বলে ক্ষীণ
সহিষ্ণু মন-মানসিকতা ক্রমশঃ হীন ।


সরণিতে  যানবাহন ফিটনেস বিহীন
হেল্পার-ক্লিনার চালায় রাতদিন
অযোগ্যরা যোগাড় করে লাইসেন্স
ড্রাইভিং-এ মানে না কমনসেন্স  ! !


যানবাহনের উল্কা গতি
মৃত্যু সেখানে  মানুষের সাথী
নিয়ম-শৃঙ্খলা মেনেই যান চলবে
এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে ।


শকট চালকের নিয়ন্ত্রণহীন গতি
জীবনের বেলায় অপরিসীম ক্ষতি
সড়কে অনিয়ম করতে হবে রোধ
জাগ্রত হয় যেন সবার চেতনা বোধ ।


চালক-হেল্পারের জন্য প্রয়োজন প্রশিক্ষণ , নৈতিক শিক্ষা-দীক্ষা
সবাই মেনে করবে আইন-শৃঙ্খলা রক্ষা
শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাঁচানো জান মাল
বিবেক ও মূল্যবোধের কাঠগড়ায় করাতে দাঁড় ।


কেউ কী দিতে পারবে একটি জীবনের দাম  ?
তাহলে ! খামখেয়ালিপনায় কেন কেড়ে নিবে তাজা প্রাণ  ?
প্রতিটি অনিয়ম-অবহেলার চাই সুস্পষ্ট সুবিচার
ঘরে ঘরে না উঠে যেন স্বজনের কান্নার পাহাড়  ।।


শরীফ নবাব  হোসেন ।