তারিখ ঃ – ০৭/০১/২০২১ ইং । সময় – বিকাল – ৩-০০ টা ।


শশীর  প্রেমে  ধরাতল   ! !


শশী আছে গগনে
চেয়ে থাকি আনমনে
চন্দ্রমা রাণীর আসনে আসমানে
মানুষ বুকে রাখে তাকে স্বপনে ।


শশী কারো চোখে প্রেয়সী
কারো কাছে প্রিয়তমা
কারো ভুবনে নীলাঞ্জনা
কারো মনে নিশির রাজকন্যা
কারো কল্পনায় উত্তাল যৌবনা
কারো বাহুডোরে বাঁধা অঞ্জনা
কারো অনুভবে সৃষ্টির অনন্যা
কারো ভাবনায় ভালোবাসার আঙিনা ।


বিধু কারো অন্তরে নীল আকাশের নীলাম্বরী
কারো চেতনায় স্বর্গীয় কাননের ফুলেরশ্বরী  
কারো নয়নের তন্বী এলো কেশী
কারো হৃদয়ের অপার রাগিনী
কারো ভালোবাসার কামনার রূপসী
হিয়ার আয়নার রাঙা ষোড়শী
চোখের নেশার উদ্দাম যুবতী
সুধাকর কারো প্রত্যাশার রূপবতী ।


শশধর কারো পূজার দেবী সরস্বতী
কারো স্বপ্নের আকাঙ্ক্ষার মাধুরী
কারো অনুভূতিতে সুখ পরশের পূরবী
অন্য কারো সখের সুরভি
কারো পটে আঁকা আলপনা
কারো স্বপ্ন  রাজ্যের কল্পনা
কারো পছন্দের ফোটা ফুল
স্নিগ্ধতায় করেছে কাউকে আকুল ।


তারাপতির  সৌন্দর্য  অনেককে করেছে ব্যাকুল
তার প্রেমে নদীর জোয়ারে  ভরেছে দু’কুল
এর সাথে হাসে অরণ্য-কুঞ্জের ফুল
শরৎ হেমন্তের শিশিরও চাঁদের মিতালি তে করে ভুল
তার পরম কিরণ স্নানে সারা পৃথিবী মোহিত
অপরূপ মমতায় সৃষ্টির সব রঞ্জিত
এ নিশাকর কারো কাছে সৃষ্টির অনিন্দ্য অপূর্বিতা
সে চিরন্তন প্রেম-ভালোবাসার প্রতীকের রমণীয় মাধুর্যতা  ! !


শরীফ নবাব  হোসেন ।