০৬/১২/২০২০ ইং , সময় – সকাল – ৯-০০ টা ।


সত্তার  গভীরে  তুমি  !


সে যে ভালোবেসে  ফেলেছি  
অস্তিত্বের গহীনে তোমাকে কৈশোরে ,
এখনো আছো অবিনশ্বর অন্তরে
লালন করেছি তোমায় প্রতিক্ষণে ।


ম্লান হয়নি তোমার ভালোবাসা
জাগিয়েছো অটুট প্রেরণা র আশা ,
বেঁধেছ আমার গভীরে যে বাসা
ভাঙবে না কোন ঝড়ে সে বাসা ।


তোমার সান্নিধ্য কামনায় হয়েছি ব্যাকুল
মনের মুকুরে ফুটিয়েছ মুকুল ,
তোমার পরশের তরে হতাম আকুল
মমতায় সিক্ত করেছো হৃদয়ের দু’কূল ।


সে যে আসন পেতেছো আমার প্রকৃতিতে
এখনো আছো তেমন পাথরে অক্ষয়ে ,
ঝরণা ধারা চিরদিন বয়ে যাবে
তোমারই অবস্থান ঐকান্তিক রয়ে যাবে !


বসন্তের মাধুরীতে বসন্তদূত গাইবে
শীত-হেমন্তে , কুয়াশা-শিশির ঝরবে ,
নদীতে জোয়ার আসবে , কাননে রঙ্গন ফুটিবে
তুমি আজীবন আমারই থাকবে ।


আমার গগনে তুমি উজ্জ্বল নিশাকর
রংধনু র সাত রঙে ঝলমল ,
ভোরের  হাসি মাখা রাঙা আলো
জনমে জনমে তোমায় বাসিব ভালো ।


শরীফ নবাব  হোসেন ।