১৯/০১/২০২১ ইং , রাত – ৮-০০ টা


সত্তায়  তুমি  আছো  মিশে  !


ওগো জীবনের মরমিয়া
তুমি মোর দরদিয়া
তুমি বিনে বাঁচব কী নিয়া
তুমি যে আমার অস্তিত্বের হিয়া
তোমাকে বেসেছি ভালো প্রাণ-মন সফে দিয়া ।  


কল্পতরু , আমার প্রত্যাশার প্রসূন
অগ্রযাত্রার বিমূর্ত প্রেরণা
ভোরের  দীপ্তিমান আলো
নিশিতে সুধাকরের জ্যোছনার স্নিগ্ধ স্পর্শ
অন্তহীন সুখ ভাবনার উচ্ছ্বাস জাগানিয়া ।


প্রেয়সী , আমার স্মৃতির পাতার জানালা
উঁকি দিলে মিলে প্রশান্তির মায়া
নিত্য আমার কল্পনা রাজ্যের রাঙা রাণী
তোমার বাসনা আমার ধ্যানের মধ্যমণি
প্রিয়ার সান্নিধ্যে মুছে যায় যত গ্লানি ।


বহতা , তোমার  পরশে আমার হৃদয় জাগে
অঙ্গে রঙ্গে বসন্তের ছোঁয়া লাগে
তটিনীর তরঙ্গে মিলনের তরী ভাসে
তুমি আসলে কাছে মেঘেরা হাসে
ভুবনের রূপ টা অপরূপ মোহনীয় লাগে ! !


শরীফ নবাব হোসেন ।


( আজকের ক্ষুদ্র প্রয়াস টুকু অতি প্রিয় কবি স্বনাম ধন্য রীনা বিশ্বাস হাসির  “ ওগো মরমিয়া ‘’
কবিতা থেকে প্রেরণা পেয়ে লিখা হয় । তাই আজকের কবিতা টি  আসরে প্রিয় কবিকে উৎসর্গ করলাম । )