২৪/১২/২০১৯, সন্ধ্যা-৫-৫০ মিনিট


শৃঙ্খলাবোধ


কাজে কর্মে শৃঙ্খলা
কমায় মানষিক জ্বালা
যানবাহনে উঠানামায় শৃঙ্খলা
হয় না বিপদের ঝামেলা
গাড়ী চালনায় শৃঙ্খলা
কমে দুর্ঘটনার তান্ডলীলা
রাস্তায় চলাচলে শৃঙ্খলা
কমে যানজটের বিশৃঙ্খলা ।


শৃঙ্খলায় আনে শান্তি
এর মাঝে প্রগতি
এর চর্চায় ঘটে উন্নতি
এতে হয় মানুষের মুক্তি
এটা মানতে আসে যুক্তি ।


শৃঙ্খলায় হয় না কখনো অশান্তি
মন থাকে সদা প্রশান্তি
শৃঙ্খলাবোধ জাগায় কর্তব্যবোধ
কমিয়ে আনে অপরাধবোধ
মানুষটি বড় সুবোধ
মেনে চলে শৃঙ্খলাবোধ
শৃঙ্খলায় বাঁচে সময়
কাটে সময় মধুময় ।


এতে সাশ্রয় হয় অর্থ  
জীবনটা হয় না ব্যর্থ
শৃঙ্খলায় সু্কর্ম
সুকর্মই মানবের ধর্ম
শৃঙ্খলা মেনে চলি
সুন্দর ভাবে জীবন গড়ি
আছে যার শৃঙ্খলা
করে না কেহ অবহেলা
পদে পদে শৃঙ্খলা
খেতে হয় না কানমলা ।


বিদ্যাপীঠে শৃঙ্খলা মানি
নতু্ন জীবন গড়তে জানি
শৃঙ্খলাতে হয় পড়ালেখা
দু’চোখ মেলে বিশ্ব দেখা
সভ্যতার ক্রম বিকাশ
শৃঙ্খলাতেই  মুক্ত আকাশ
সমাজে সবাই মানে শৃঙ্খলা
দূর হয় অশান্তির জ্বালা
শৃঙ্খলার সাথে দেশ গড়ি
দেশের কাজে এগিয়ে চলি ।


শরীফ নবাব হোসেন