২৬/০৯/২০২০ ইং , সময় – সকাল – ৮- ৩০ মিনিট

সৃষ্টির  উৎসর্গ  ! !

প্রকৃতির উপাদান
রাঙিয়েছে বসুমাতাকে
রমণীয় মহিমায়
রকমারি পসরার বিতান  ।

জগতের বিশালতা -
বুকে আগলিয়ে ধরেছে      
লাখো প্রজাতির
গাছপালা , গুল্ম লতা
পশু পাখির বারতা
অম্বু তে মাছ
জমিতে ফসলের চাষ
বিপিনে জীব-জন্তুর বাস
উহারা সৃষ্টির বিকাশ
সমুদ্রের অতলে
অযুত প্রাণীর নিবাস
মহী তে চরাচর
কত বিচিত্র কীট-পতঙ্গ
সবই ভারসাম্য রক্ষায়
পরিবেশের নিত্য অংগ
সবার ই রূপায়ণ
নিসর্গ কে করেছে ধন্য ।  
  

গাছে গাছে
সহস্র রঙ্গন
সুকান্তের স্নিগ্ধতায়
বসুধার আঙিনায়
করেছে ব্যাকুল
মনোজগতের অঙ্গন ।

অবনীর সকল জীব
প্রাণ কে করে সঞ্চার
ধরিত্রী তে শান্তির রূপ
করে থাকে বিস্তার  ।

এরাই সৌন্দর্যের প্রতীক
অন্তরের হিল্লোল
সরব তার কল্লোল
জাগরণের প্রবাহ
চঞ্চলতার আবহ
চলার গতি
জীবনের উন্মেষ
ভাঙে তিল তিল
বসুন্ধরা র  নীরবতা । ।

শরীফ নবাব হোসেন ।