তারিখ ঃ – ২৫-১১-২০২১ ইং , সময় – বিকাল – ৫-০০ টা ।


( চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের  ১৮  তম  ব্যাচের  ২৬-১১-২০২১ ইং তারিখে ঢাকা আগার গাঁও এ মেজবান ও আড্ডার আয়োজন কে হৃদয়ের পাতায় অম্লানের প্রয়াসে আজকের নিবেদন ।। )


স্মৃতিতে    অম্লান ,  ভালোবাসার   গান ।।


বিশ্ব পাঠশালায় ভাসমান  ভেলায় অতীতে গড়েছিল বন্ধুত্ব  
অধ্যয়ন কালীন পড়ালেখা , চলাফেরা , খেলা ধূলায় আমরা সতীর্থ
ছুটেছিলাম কল্পনার রাজ্যে আনন্দ-উচ্ছ্বাসের বানে
সখী-সখা দের হৃদয় ভরা গানে , পরস্পরের আন্তরিকতার টানে
সর্বদায়  প্রবাহমান ছিল তারুণ্যের প্রাণের মেলা
বন্ধুদের মনোরম আড্ডায় সকাল , দুপুর , বিকাল বেলা ।


ট্রেন , বাস , চা দোকান , ক্যাফেটোরিয়া , ক্যাম্পাস সব জায়গায়
উৎসব মুখর হৈ চৈ ক্লান্তিহীন , মুগ্ধকর পরিবেশে ঠাঁই ঠাঁই
শিক্ষা জীবনের এমন ললিত আনন্দ-ঘন ক্ষণ
আকাশ পাতালে আর কোথাও খুঁজে নাহি পাই
মিতালির এহেন স্বর্ণালী , বর্ণালী , মধুময় স্মৃতি
রোমন্থনে সাবলীল বেজে উঠে হৃদয়ে সুখের গীতি ।


আমাদের জীবন কুঞ্জে এখন ছায়াঘেরা বিকেল বেলা
সখা-সখী দের আয়োজনে বসেছে সম্মিলনের মেলা
সময়ের রূঢ় ব্যবধানেও ছিন্ন হয়নি প্রীতিময় ভালোবাসা
হাসব , খেলব , চলব , বাঁচব একসাথে , এটাই সুহৃদ হৃদের প্রত্যাশা !
  
কালক্রমে  বিয়োগের খাতায় অনেক গুলো বছর  
কাটিয়েছি কর্ম জীবনে ধূসর ব্যস্ততার পরিসর
তবুও বিলীন হয়ে যায়নি মৈত্রীর সুদৃঢ় বন্ধন
নাড়ির টানে মমত্বের গানে আমরা পরম আপনজন ।


চবি’র ব্যাচ – ১৮ , গায় গতরে নয় বড়  সড়
সামাজিক দায়বদ্ধতা , প্রতিশ্রুতি ও প্রত্যাশা গগন সম বড়
দিনে দিনে  প্রসারিত হচ্ছে মিত্রদের সহযোগিতার হাত
সংগঠিত শ্রেয় প্রয়াসে মানব কল্যাণে করবো বাজিমাৎ  ! !


শরীফ নবাব হোসেন ।