১৪/১০/২০২০ ইং , সময় – বেলা – ১১ -৩০ মিনিট ।


সুহৃদ নন্দিতা – ০২  !


তোমার তরে  পায় আমি অনাবিল স্বর্গীয় সুধা
তুমি ছাড়া আমার শাশ্বত চেতনার সত্তা বৃথা
শুধু  পথ পানে চেয়ে থাকি শুনব প্রিয়ার কথা
সু্মিষ্ঠার অম্বরে কালো মেঘ আমার প্রাণে ব্যথা
উন্মুখ এ ভুবনে  না হোক  পর কালে পাবো দেখা
আত্মজা র  সনে মোর সহস্র বছরের বন্ধুতা
প্রিয়ার প্রেমে মিলে সুপ্ত  অন্তরে আনন্দের বন্যা
তুমি  অযুত নন্দন কাননের একটি  নন্দিতা  । ।


আমার মানষে বয়ে যাওয়া অনন্ত ঝর্ণা  ধারা  
তমা ! ছন্দে , গন্ধে , বর্ণিল সাজে আমি পাগল পারা
জীবনের অশান্ত মোহনায়  পাল উঠানো নৌকা
ঐ টাতে ভেসে বেড়াব সাত সমুদ্রের ছবি আঁকা
রং ধনুর সাত রঙে রাঙাব মনের মাধুরী
তুমি বিধাতার শ্রেষ্ঠ  দান আমারি জীবন ভরি । ।


শরীফ নবাব হোসেন ।  


( প্রতি লাইনে ১৮ টি অক্ষর সম্বলিত )