০৯/১০/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৬ -৩০ মিনিট ।


বিছ্মিল্লাহির রহমানির রহীম । ।


সূ্রা  আর্ রাহমান ।


(বঙ্গানুবাদ -  আয়াত নং ঃ  ০১ হইতে ৩৪ ) । ।


পরম দয়ালু আল্লাহ
তিনিই শিখিয়েছেন কুরআন
তিনিই সৃষ্টি  করেছেন মানুষ
তিনিই শিখিয়েছেন করতে তাকে ভাব প্রকাশ ।


সূর্য  ও চন্দ্র নির্ধারিত কক্ষ পথে করে আবর্তন
নক্ষত্র , তৃণলতা ও গাছপালা  প্রভু কে করে সেজদা
তিনিই আকাশ কে করেছেন সমুন্নত
এবং প্রচলিত করেছেন পরিমাপ দণ্ড
যেন তোমরা পরি মাপে ভারসাম্য লঙ্গন না কর  
প্রতিষ্ঠিত কর ন্যায্য ওজনের মাপ
এবং ওজনে কম দিও না ।


এবং পৃথিবীকে তিনি সৃষ্টিকুলের  জন্য করেছেন সম্প্রসারিত ।
এতে রয়েছে ফল মূল  ও খোসা যুক্ত  খর্জুর  গুচ্ছ
এবং খোসা ও দানা বিশিষ্ট শস্য ও সুগন্ধ ময় ফুল ।
অতএব , তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে ।


তিনি মানুষ কে সৃষ্টি  করেছেন
পোড়া মাটির মতো শুকনা মাটি হতে ,
আল্লাহ তালা জ্বিন কে সৃষ্টি  করেছেন
আগুনের শিখা হতে ,
সু্তরাং , তোমরা তোমার রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে ?


আল্লাহ তায়ালা ই পূর্বে  দুই উদয়াচল ও
পশ্চিমে দুই অস্তাচলের মালিক ,
সুতরাং , তোমরা তোমার প্রভুর কোন অনুগ্রহ অস্বীকার করবে ?
  
মহান প্রভু , দুই সমুদ্রকে  প্রবাহিত করেন সম্মিলিত ভাবে
যারা মিলিত হয় পরস্পরে ,
উভয়ের মধ্যে আছে এক অনতিক্রমশীল অন্তরাল
সুতরাং , তোমরা প্রতিপালকের কোন  অনুগ্রহ অস্বীকার করবে ?


উভয় সমুদ্র  হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল
সুতরাং , তোমরা তোমার রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে ?
আল্লাহর জন্যই সাগরের মধ্যে নিয়ন্ত্রিত
পর্বত-প্রমাণ সব রকম জাহাজ ,
সুতরাং , তোমরা তোমার অধিপতির কোন অনুগ্রহ অস্বীকার করবে ?

ভূ-পৃষ্ঠে  যা কিছু আছে সবই নশ্বর
কেবল তোমার স্রষ্টার সত্তাই থাকবে অবশিষ্ট ,
তিনি মহানুভব ও সুমহান ।  
সুতরাং , তোমরা তোমার ইলাহির কোন অনুগ্রহ অস্বীকার করবে ?


যা কিছু আছে আসমান ও জমিনে  
সবই খোদার নিকট প্রার্থী ,
তিনি সর্ব  কাজে প্রত্যহ রত ।
অতএব , তোমরা তোমার রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে ?


হে যুগল সম্প্রদায় ( মানুষ ও জ্বিন )  
আমি শীঘ্র ই সমস্ত কাজ সম্পন্ন করে
তোমাদের হিসাব-নিকাশ নেব ।
সুতরাং , তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কোন অনুগ্রহ অস্বীকার করবে ?


হে জ্বিন ও মানব সম্প্রদায় !    
যদি অতিক্রম করতে পার
আসমান ও জমিনের সীমা ,
অতিক্রম কর ।    
কিন্তু তোমরা তা পারবে না
আমার অনুমতি ও শক্তি  ব্যতীত ।
সুতরাং , তোমরা তোমার রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে ?  
  
শরীফ নবাব  হোসেন ।