তারিখ ঃ - 22/12/2022 ইং ।


সূরা বালাদ  ( বঙ্গানুবাদ )
( আয়াত – 20 , রুকু - 01 )


শপথ করছি এ নগরের
যেহেতু , তুমি এ নগরের অধিবাসী ,
শপথ জন্মদাতা র এবং
সে যা জন্ম দিয়েছে ,
মানুষকে আমি সৃষ্টি করেছি
শ্রমনির্ভর করেই ।
সে কি মনে করে যে
কখনও তার উপর কেউ
ক্ষমতাবান হবে না ?
সে বলে – আমি
অপচয় করেছি প্রচুর অর্থের ।
সে কি মনে করে যে –
তাকে কেউ দেখেনি ।
আমি কি তৈরী করি নাই
তার জন্য দু’টি চক্ষু ?
এবং
দেইনি  জিহবা ও অধরোষ্ঠ ?
এবং আমি কি তাকে
দেখাই নি দু’টি পথই ?
সে তো অবলম্বন করেনি
কষ্টসাধ্য পথ ।
তুমি কি জান -
কষ্টসাধ্য পথ কি  ?
এ হচ্ছে- দাসমুক্তি  ,
অথবা , দুর্ভিক্ষের দিনে
করা অন্নদান ,
কোন পিতৃহীন আত্মীয় কে ।
অথবা , দারিদ্র-নিষ্পেষিত নিঃস্ব কে ,
তদুপরি বিশ্বাসীদের এবং
তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা
পরস্পরকে উপদেশ দেয়
ধৈর্য ধারণের ও দয়া-দাক্ষিণ্যের  ;
এরাই সৌভাগ্যশালী ।
এবং যারা প্রত্যাখ্যান করেছে
আমার নিদর্শন
ওরাই হতভাগ্য ,
ওরা হবে অগ্নি-পরিবেষ্টিত
যা হতে ওদের
বের হওয়ার থাকবে না উপায় ।।


শরীফ নবাব হোসেন ।