তারিখ  ঃ  - ২৮/১০/২০২২  ইং ।


সূরা  নাবা  -  মক্কী  ( বঙ্গানুবাদ  )
আয়াত  ঃ  ৪০ ,  রুকু  -  ০২  ।।


আমি কি ভূমিকে  বিছানা
ও পর্বত কে করিনি কীলক-সদৃশ  ?
আমি তোমাদের কে করেছি সৃষ্টি
জোড়া জোড়া  ,
তোমাদের বিশ্রামের জন্য
দিয়েছি নিদ্রা  ,
রাত্রি কে করেছি আবরণ স্বরূপ
এবং
দিনকে করেছি জীবিকা আহরণের সময় ।
এবং আমি নির্মাণ করেছি
তোমাদের উধর্বদেশে মজবুত সপ্তাকাশ ,
এবং
সৃষ্টি করেছি উজ্জ্বল-দীপ
এবং
আমি করি মেঘমালা হতে
প্রচুর বৃষ্টিপাত  ;
আমি উৎপন্ন করি
তা দিয়ে শস্য ও উদ্ভিদ  ,
ও ঘন সন্নিবিষ্ট উদ্যান  ।
নিশ্চয় নির্ধারিত আছে
বিচার দিন  ;
সেদিন  শিঙ্গায় দেয়া হবে ফুঁৎকার
এবং
তোমরা দলে দলে হবে সমাগত ,
এবং
আকাশকে করা হবে বিদীর্ণ  ,
ফলে তা হবে বহুদ্বার বিশিষ্ট ,
এবং
পর্বত কে করা হবে চলমান ,
ফলে সেটা হবে মরীচিকাবৎ ।
জাহান্নাম থাকবে প্রতীক্ষায়  ;
এ হবে অবাধ্য দের আশ্রয়স্থল  ,
আমি আসন্ন শাস্তি সম্পর্কে
তোমাদের করলাম সতর্ক  ,
যেদিন তার কৃতকর্ম
মানুষ করবে প্রত্যক্ষ
এবং
সত্য প্রত্যাখ্যান কারী ( তখন ) বলবে
‘ হায় ‘ আমি যদি
হয়ে যেতাম মাটি  ।।


(  আয়াত  সংখ্যা  - ০৬  থেকে  ২২   এবং   ৪০ ) ।


শরীফ  নবাব   হোসেন  ।
📷